শিরোনাম

বগুড়ায় ৮৫০ ইয়াবাসহ তিন পুলিশ ও এক আনসার সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৮৫০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পুলিশ সদস্য ও একজন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। পরে শুক্রবার (৩০ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন: নায়েক আব্দুল আলীম (বগুড়া পুলিশ লাইনসে কর্মরত), কনস্টেবল সাখাওয়াত হোসেন (জয়পুরহাট ট্রাফিক পুলিশে কর্মরত), আব্দুল ওয়াহাব (রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত), আবু সুফিয়ান (শফিপুর আনসার একাডেমির সদস্য)

পুলিশ জানায়, সাতমাথা এলাকার এক হোটেলের সামনে ইয়াবা বিক্রির জন্য তিনজন দাঁড়িয়ে ছিলেন—এমন খবরে অভিযান চালিয়ে তিনজনকে ধরা হয়। তাদের মধ্যে আবু সুফিয়ানের ব্যাগে ৭০০টি ইয়াবা পাওয়া যায়।

আবু সুফিয়ান জানান, ইয়াবা বিক্রি করে সাখাওয়াত ও ওয়াহাব টাকা নেন, যা বিকাশে পাঠানো হয়। সাখাওয়াতের বিকাশ নম্বর চেক করে ২৭ হাজার টাকার লেনদেনের প্রমাণ মেলে।

পরে জানা যায়, নায়েক আব্দুল আলীম কিছুক্ষণ আগে তাদের কাছ থেকে ১৫০টি ইয়াবা কিনেছেন। তাকে নবাববাড়ি এলাকায় আটক করা হয়। তার ব্যাগেও ইয়াবা পাওয়া যায়।

চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বগুড়ার পুলিশ সুপার জানান, তারা আগে ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বে ছিলেন, তবে পরে বদলি হলেও মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন। অপরাধ করায় পুলিশ তাদের ছাড় দেবে না—উপযুক্ত শাস্তি হবে।

No comments