ঠাকুরগাঁওয়ে ইউটিউব দেখে বাঁশের মাচায় আঙুর চাষে সফল জুয়েল ও শিপন
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদান গ্রামের দুই যুবক জুয়েল রানা ও শিপন বাড়ির আঙিনায় বাঁশের মাচায় আঙুর চাষ করে চমক দেখিয়েছেন। ইউটিউব দেখে ধারণা নিয়ে এবং বগুড়া জেলার এক কৃষকের কাছ থেকে বিদেশি জাতের কয়েকটি চারা সংগ্রহ করে তাঁরা শুরু করেন এই চাষ।
প্রায় ১০ মাস আগে পরীক্ষামূলকভাবে বাড়ির উঠোনে বাঁশের মাচায় ৫টি আঙুর গাছ লাগান তাঁরা। এর মধ্যে ৪টি গাছে ভালো ফলন এসেছে। প্রতিটি থোকায় ৩০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত আঙুর ধরেছে। সব মিলিয়ে এবার ৩০ থেকে ৬০ কেজি ফল পাওয়ার আশা করছেন তাঁরা।
জুয়েল ও শিপন বলেন, “শুরুর সময় অনেকেই আমাদের উপহাস করত। কেউ কেউ পাগলও বলত। এখন প্রতিদিন অনেকেই আমাদের আঙুর দেখতে আসছেন। আমরা খুব আনন্দিত। প্রথমবারেই ভালো ফলন পাওয়ায় এবার বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করতে চাই।”
তাঁরা জানান, সাধারণত আঙুর গাছে ৮০ থেকে ৮৫ দিনের মধ্যে ফল খাওয়ার উপযোগী হয়। এখন যেসব থোকা ধরেছে, সেগুলো আরও দুই থেকে তিন সপ্তাহ পর খাওয়া যাবে। একটি আঙুর গাছ ৩০ বছর পর্যন্ত ফল দেয়, আর গাছগুলো ৮ ফুট দূরত্বে লাগানো হয়েছে।
এই পর্যন্ত তাঁদের খরচ হয়েছে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা। এখন আর বেশি খরচ হচ্ছে না।
ঠাকুরগাঁও সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবাস চন্দ্র রায় জানান, “জুয়েল প্রথমে ৫টি চারা দিয়ে চাষ শুরু করেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাঁকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি। তাঁর সাফল্যের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে আঙুরের বাণিজ্যিক চাষ ছড়িয়ে পড়বে বলে আমরা আশাবাদী।”

No comments