ধুনটে শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি
ধুনট প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এই কর্মসূচির আয়োজন করেন ধুনট উপজেলা ছাত্রদলের নেতা জিন্নাহুর রহমান রাকিব ও রকিবুল হাসান রকি। শুক্রবার (৩০ মে) দুপুর ২টায় ধুনটের জাহিদুল ইসলাম জুয়েল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসনে, যুবদল নেতা আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবকদল নেতা এসএম রানা, কলেজ ছাত্রদলের নেতা শাকিল হোসেন, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, আমিনুল ইসলাম, প্রকাশ, রিয়াদ, মামুন ও রায়হানসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর দেশের পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতির আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণে রেখে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

No comments