দেশে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল
সাম্প্রতিক সময়ে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্ট ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৮ হাজার ৭০টিতে। অর্থাৎ তিন মাসে নতুন ৭৩৪টি কোটি টাকার অ্যাকাউন্ট যুক্ত হয়েছে।
কিন্তু একই সময়ে এসব অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ কমেছে। জুন শেষে এসব অ্যাকাউন্টে মোট আমানত ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে নেমে দাঁড়ায় ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। তিন মাসে এ বিভাগ থেকে কমে গেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।
এর আগের প্রান্তিক (মার্চ–জুন) সময়েও কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা বাড়তে দেখা যায়। মার্চ শেষে অ্যাকাউন্ট ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি; জুন শেষে যা বেড়ে হয় ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি—অর্থাৎ তিন মাসে ৫ হাজার ৯৭৪টি নতুন অ্যাকাউন্ট যোগ হয়েছিল।
প্রতিবেদনে দেখা যায়, জুন শেষে ব্যাংক খাতে মোট হিসাব ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়ায় ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। তিন মাসে নতুন হিসাব খোলা হয়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।
একই সময়ে সামগ্রিক আমানতও কিছুটা বৃদ্ধি পেয়েছে। জুন শেষে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে বেড়ে হয় ২০ লাখ ৩১ হাজার ১১৯ কোটি টাকা। অর্থাৎ আমানত বেড়েছে ৩৪ হাজার ৫৩৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ‘কোটিপতি অ্যাকাউন্ট’ মানেই যে ‘কোটিপতি ব্যক্তি’, তা নয়। ব্যক্তি ছাড়াও বহু সরকারি, বেসরকারি ও করপোরেট প্রতিষ্ঠান কোটি টাকার বেশি আমানত রাখে। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টও থাকতে পারে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক অ্যাকাউন্টও এই তালিকায় অন্তর্ভুক্ত।

No comments