শিরোনাম

পুলিশের অভিযানে আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার



চ্যানেল টেন ডেস্কঃ

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, মো. গোলাম মোস্তফা (৫৭) ও মো. সোহেল রানা (৪০)। মো. গোলাম মোস্তফা ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মধুপুর গ্রামের মৃত রহতুল্লাহ শেখের ছেলে। অপরদিকে মো. সোহেল রানা মথুরাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। তিনি অলোয়া গ্রামের নওশের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

‎উল্লেখ্য, একই ঘটনায় ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের নূর জ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে গত ১০ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির এফআইআর নং ৭ এবং জিআর নং ২২৭। এতে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

‎পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গোলাম মোস্তফা ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

No comments