ছাত্র–শিক্ষক মানবতা সংঘের শীতবস্ত্র বিতরণ
ইসমাইল প্রতীমঃ
শীতের তীব্রতায় কাঁপছে জনজীবন। এরই মাঝে বগুড়ার গাবতলী থানার দুর্গাহাটা ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র–শিক্ষক মানবতা সংঘ।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় দুর্গাহাটা ইউনিয়নের বাইগুনী ভুলিগাড়ী ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নিজস্ব অর্থায়নে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র–শিক্ষক মানবতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এম. এ. বাসার রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোরশেদ মিল্টন (সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপি ও সভাপতি, গাবতলী উপজেলা বিএনপি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান। তখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন মোঃ রাজু আহমেদ, মোঃ আব্দুল্লাহ আল মাহামুদ ( রাব্বানী), আবুল হোসেন মোল্লা, জনাব মোস্তাকিম হোসাইন, ওয়াসিম রেজা প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এম. এ. বাসার রানার শ্রদ্ধেয় পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী, ছাত্র–শিক্ষক মানবতা সংঘের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও সংগঠনটির সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আশ্বাস দেন।
No comments