শিরোনাম

বগুড়ায় ৫ বছরের মুনতাহার বোন-ম্যারো জটিলতা: অস্ত্রোপচারে প্রয়োজন ৩০ লাখ টাকা

গুড়া প্রতিনিধিঃ

বগুড়ার দশটিকা উত্তরপাড়া এলাকার দিনমজুর মুরাদ ও গৃহিণী জাকিয়া সুলতানার পাঁচ বছরের কন্যা মোছা সিদরাতুল মুনতাহা গুরুতর বোন-ম্যারো (Spinal) সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, মুনতাহার উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

মুনতাহার বাবা মুরাদ বলেন, “দু’মুঠো ভাতের জন্য প্রতিদিন খেটে খাই। মেয়ের চিকিৎসার এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। মানুষের সাহায্য ছাড়া মেয়েকে বাঁচানো যাবে না।”

পরিবার ও স্থানীয়রা সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। মুনতাহার চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসীও।

সহযোগিতার জন্য যোগাযোগ:
মুনতাহার বাবা — মুরাদ
📱 ০১৭১০-৩১৪২০৮ (বিকাশ পারসোনাল)

No comments