শিরোনাম

বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোকামতলায় ৩ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইসমাইল প্রতীম :‎

‎বগুড়ার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চেকপোস্ট অভিযানে ৩ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা ৫০ মিনিটের দিকে রংপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

‎মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর এন্ড রুবেল এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্টে পুলিশ বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা চারজনের নিকট থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মৃত আইয়ুব আলীর ছেলেআশরাফুল ইসলাম (২৮), মৃত ইমারত মুন্সির ছেলে তুষার মুন্সি (২০), হেলাল মালিথার ছেলে মুন্না মালিথা (২০), শফি ইসলামের ছেলে তুষার আহামেদ (২৬), তারা সবাই পাবনা জেলার বাসিন্দা।‎এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‎বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।

No comments