শিরোনাম

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ও সঙ্গীয় ফোর্স।

বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বড় সরলপুর ধাপপাড়া এলাকায় মোঃ তৌফিক আল সানি (২০)–কে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তৌফিকের ঘর থেকে চারটি দেশীয় অস্ত্র ও একটি কাঠের হকিস্টিক উদ্ধার করা হয়।

তৌফিকের দেওয়া তথ্যে পরে দিগলকান্দি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী মোঃ নাজিম (১৮)–কে আটক করে পুলিশ। নাজিমের শোয়ার ঘরের তোষকের নিচ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে বগুড়া সদর থানায় মামলা (নং–১৭/২৫, তারিখ–৪-১২-২০২৫) দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

No comments