শিরোনাম

বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন: পুলিশের গাফিলতিতে চাঞ্চল্য

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় আদালত চত্বর থেকে গ্রেফতারকৃত এক আসামির নাটকীয়ভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায় শাহিন ওরফে মিরপুর (১৯) নামের ওই আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির জিডি নং–১৭৬–এর ভিত্তিতে চকসূত্রাপুর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছিল। ওই সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে স্থানীয় জনতা খবর দেয়—থানা রোডের আকবরিয়া হোটেলের সামনে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পালিয়ে যাওয়া শাহিন ওরফে মিরপুর (১৯) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।

পরদিন আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের স্কর্টের মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত চত্বরে হাজতখানা সংলগ্ন স্থানে তাকে দাঁড় করিয়ে রাখা হলে অসচেতনতার সুযোগে হঠাৎ দৌড়ে পালিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা প্রথমে বিষয়টি টেরই পাননি। আসামিকে চোখের আড়াল পাওয়ার পরই শুরু হয় হুলস্থুল পরিস্থিতি।

এ বিষয়ে আদালতের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর শহীদুল ইসলাম বলেন, “আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তাকে গ্রেফতারে ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই তাকে আবারো আটক করা হবে।”

এ ঘটনায় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও পুলিশের গাফিলতি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

No comments