মুরগি নিয়ে বাক বিতণ্ডায় ১ জনকে পিটিয়ে হত্যা
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের কাস্টগারী গুচ্ছগ্রামে আমবিয়া নামক এক মহিলার মুরগিকে কেন্দ্র করে জুয়েল মিয়া (৪২) নামক এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) আমবিয়া নামক এক মহিলার সঙ্গে মুরগিকে কেন্দ্র করে বাক্ বিতণ্ডা হয় জুয়েল (৪২) নামক সেই ব্যাক্তির। তারপর এই ঘটনাকে কেন্দ্র করে আমবিয়ার হুকুমে কয়েকজন জুয়েল (৪২) এর উপর হামলা চালায়।
বেধড়ক পেটানোর পর জুয়েলের যখন অবস্থা খারাপ, তখন অপরাধীরা পালিয়ে যায়। তারপর এলাকাবাসী জুয়েলকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পর গ্রামটিতে আতঙ্ক এবং শোকের ছায়া বিরাজ করছে।
এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান, বদলগাছী থানা পুলিশ। মৃত ব্যক্তির পরিবার এবং এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা, আসামীদের দ্রুত বিচারের দাবী জানান।

No comments