শিরোনাম

বালিয়াডাঙ্গীতে ডিবির অভিযানে কবরস্থান এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার


হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একাধিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারমুখী সড়কের পাশের কবরস্থান এলাকায় সন্দেহজনক কিছু অস্ত্র পড়ে থাকার খবর পায় ডিবি পুলিশ। পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—বিদেশে তৈরি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং মোট ১৭ রাউন্ড তাজা গুলি। এর মধ্যে একটি ৭.৬৫ এমএম বোরের পিস্তল, সঙ্গে দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি ছিল বলে জানায় পুলিশ।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আইনানুগভাবে জব্দ করা হয়েছে এবং এগুলো কী উদ্দেশ্যে ও কারা সেখানে রেখে গেছে—তা জানতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, “জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

No comments