শিরোনাম

মামলার আসামির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি: সংবাদ প্রকাশের পর ছাত্রদল নেতা অব্যাহতি

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় জুলাই-আগস্ট আন্দোলনের একটি মামলাকে পুঁজি করে আসামির নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মামলার বাদী আরাফ বিন রহমান নূরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশের পর তাকে বগুড়া শহর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চ্যানেল টেনে সংবাদ প্রকাশের পর বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান যৌথ সিদ্ধান্তে তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করেন।

জানা যায়, গত ২২ অক্টোবর বগুড়া সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন আরাফ বিন রহমান নূর। অভিযোগ রয়েছে, ওই মামলার ৬০ নম্বর আসামি ফাহমুদুল হাসান পিয়াসকে মামলা থেকে রক্ষা করার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল। 

এরই ধারাবাহিকতায় গত রবিবার (২১ ডিসেম্বর) আরাফ তার দলবল নিয়ে সারিয়াকান্দিতে পিয়াসের ব্যক্তিগত চেম্বারে গিয়ে সরাসরি ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় ওঠে। জুলাই-আগস্ট আন্দোলনের চেতনাকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও তথাকথিত মামলা বাণিজ্যের অভিযোগ সামনে আসায় সংগঠনটি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

স্থানীয়রা বলছেন, বিপ্লব-পরবর্তী সময়ে যারা আন্দোলনের নাম ভাঙিয়ে নিরীহ মানুষকে মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। পিয়াসের মতো নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপও দাবি করেন তারা।

এ বিষয়ে বগুড়া শহর ছাত্রদলের দপ্তর সম্পাদক রাতুল আহসান রিয়াদ বলেন,“আরাফ বিন রহমান নূরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে বগুড়া শহর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক আজ তাকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছেন।”

No comments