বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র (১১ ব্যাটালিয়ন)
আবু তাহের মাসুম
বান্দরবান প্রতিনিধিঃ
এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর সোমবার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে ব্যাটালিয়নের সদর দপ্তরে বিশেষ সভা ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমদ, (বিজিবি পিবিজিএম)। কেক কেটে সংক্ষিপ্ত আলোচনার পর প্রীতিভোজের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম.এস. কফিল উদ্দিন কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক, রামু ৩০ বিজিবির অধিনায়ক, ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আষীক, সহকারী পরিচালক আল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
সভায় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, “১১ বিজিবি একটি ঐতিহাসিক ইউনিট
তিনি জানান, ব্যাটালিয়নের প্রয়াত গর্বিত সদস্য জাতির সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ এবং তার সাথে আরো স্মরণ করেন দায়িত্ব পালনের সময় ইউনিট টির ৭৯ জন শহীদ বীর সেনানী সৈনিক দের পরে শহীদদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
No comments