শিরোনাম

বগুড়ায় আসামী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা: ছুরিকাহত এক পুলিশ সদস্য

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য হলেন বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করতে গেলে হঠাৎই সে পুলিশের ওপর চড়াও হয়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম। তিনি জানান “আহত পুলিশ সদস্যকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।”

পুলিশের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

No comments