শিরোনাম

আড়ংঘাটার শলুয়া বাজারে এমদাদুল হক মিলন দুর্বৃত্তদের গুলিতে নিহত



আড়ংঘাটার শলুয়া বাজারে এমদাদুল  হক মিলন দুর্বৃত্তদের গুলিতে নিহত

আল মাহমুদ প্রিন্স ,খুলনাঃ

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। 

এ সময় দু’টি মোটরসাইকেলে চার জন সন্ত্রাসী এসে খুব কাছ থেকে তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। সংবাদ পেয়ে র‌্যাব-৬-এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।


No comments