শিরোনাম

শেরপুরে ঢাকা–রংপুর মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক ও বাস আটক



‎ইসমাইল প্রতীমঃ

‎বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা–রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে শেরপুর থানাধীন মহিপুর এলাকায় রংপুরগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত ব্যক্তির নাম রাফিউল হাসান। তিনি মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৫১৪৮) দ্রুতগতিতে রাফিউল হাসানের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

‎খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে মহাস্থানগড় এলাকা থেকে ঘাতক বাসসহ চালককে আটক করে।

‎আটককৃত চালক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার আলহাজ ব্যাপারীর ছেলে আব্দুল খালেক, তার বয়স ৩৬ বছর।

‎পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

No comments