বগুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
ফয়সাল হোসাইন সনি, বগুড়া
বগুড়ায় জমিজমা নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুবেল (৩২)। তিনি ওই গ্রামের রুস্তম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এসময় রুবেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

No comments