রাঙ্গামাটি রাজবন বিহারে সুশৃঙ্খল কঠিন চীবর দান; নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটি রাজবন বিহারে অনুষ্ঠিত ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৫ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ৩১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে আয়োজিত এই উৎসবে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে তদারকি করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
পবিত্র এই ধর্মীয় উৎসব চলাকালীন পুলিশ সুপার বিহারে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা পুলিশের নেওয়া কার্যকর পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন। তাঁর নিবিড় তদারকি এবং জেলা পুলিশের সুসমন্বিত প্রচেষ্টায় কঠিন চীবর দান উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের দিকনির্দেশনায় জেলা পুলিশ দল অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল
মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম
পুলিশ সুপারের এই পরিদর্শন ও কার্যকর নিরাপত্তা তদারকি ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৫ উৎসবকে সফলভাবে পরিসমাপ্তি দিতে সহায়ক হয়েছে বলে জানান উৎসব আয়োজক কমিটির সদস্যরা।

No comments