পাকিস্তানি তরুণী ফাইজা এখন নওগাঁর বধূ
নওগাঁ প্রতিনিধি:
ভালোবাসা কোনো সীমানা মানে না—তারই বাস্তব উদাহরণ এখন নওগাঁর আত্রাই উপজেলার বহলা গ্রামে। এখানকার যুবক রবিউল ইসলামের সঙ্গে প্রেমের পর পাকিস্তানি তরুণী ফাইজা আমজাদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভিনদেশি এ নববধূকে দেখতে গ্রামে চলছে উৎসবমুখর পরিবেশ, ভিড় জমাচ্ছেন কৌতূহলী স্থানীয়রা।
ফাইজা আমজাদ পেশায় একজন চিকিৎসক। তিনি রাশিয়ার একটি মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় রবিউল ইসলামের সঙ্গে পরিচিত হন। জীবিকার তাগিদে রাশিয়ায় থাকা রবিউলের সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই জন্ম নেয় গভীর প্রেমের।
রবিউল ইসলাম জানান, “২০২৩ সালে রাশিয়ায় ফাইজার সঙ্গে আমার পরিচয় হয়। সময়ের সঙ্গে আমরা একে অপরের খুব কাছের হয়ে পড়ি। পরে ফাইজা তার পরিবারকে বিষয়টি জানায়। প্রথমে কিছুটা আপত্তি থাকলেও দুই পরিবারের সম্মতিতেই গত ২২ আগস্ট পাকিস্তানে আমাদের বিয়ে সম্পন্ন হয়।”
বিয়ের পরই ফাইজা রবিউলের সঙ্গে বাংলাদেশে চলে আসেন। বর্তমানে তারা আত্রাই উপজেলার বহলা গ্রামে পারিবারিক আবাসে রয়েছেন।
নববধূ ফাইজা বলেন, “বাংলাদেশে এসে আমি খুব খুশি। সবাই আমাকে অনেক ভালোবাসা ও সম্মান দিচ্ছে। আমি ভবিষ্যতে এখানকার নাগরিক হয়ে চিকিৎসা পেশায় যুক্ত হতে চাই।”
রবিউলের মা জানান, “ছেলের বউ আসার পর থেকেই সবাইকে সাহায্য করছে, খুব মিষ্টি ব্যবহার। পুরো পরিবার ও গ্রামবাসীর প্রিয় হয়ে উঠেছে সে।”
শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, “রবিউল ও ফাইজা আমার কার্যালয়ে এসে জানিয়েছেন, তাদের পাকিস্তানে বিয়ে হয়েছে। তারা বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান। আমি তাদের বলেছি, আইন অনুযায়ী এখনই তা সম্ভব নয়, তবে বিধি মোতাবেক প্রক্রিয়া শেষে সে নাগরিকত্ব পেতে পারে।”

No comments