শিরোনাম

টেকনাফে ব্রিজের নিচে মিললো বিএনপি নেতার মরদেহ

 



কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের ম/রদেহ পাওয়া গেছে।

বুধবার (০৫ নভেম্বর) সকালে উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙিখালী এইচ. কে. আনোয়ার প্রজেক্ট নামের এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে স্থানীয় লোকজন।

নি/হত মো. ইউনুছ টেকনাফের সাবরাং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় লোকজন রঙিখালী এইচ. কে. আনোয়ার প্রজেক্ট নামের এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে পায়। ম/রদেহটি ব্রীজের নিচে ছড়ার পানিতে পড়ে ছিলো। ম/রদেহের পরনে পেন্ট থাকলে গায়ে কোনো পোশাক নেই।

পরিবারের লোকজন জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে মো. ইউনুছকে খুঁ/জে পাওয়া যাচ্ছিল না।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

No comments