শিরোনাম

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ‘এস. জেড. এম. সি. ডে ২০২৫’ বন্ধন, গৌরব ও স্মৃতির মহোৎসব





বগুড়া প্রতিনিধিঃ

আনন্দ, ঐক্য ও স্মৃতির রঙে রঙিন হয়ে উঠেছিল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) ক্যাম্পাস। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ‘এস. জেড. এম. সি. ডে ২০২৫’। দুই দিনব্যাপী এই উৎসব ছিল কলেজ পরিবারের বন্ধন, গৌরব ও স্মৃতির অনন্য মিলনমেলা।

উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় ৪ নভেম্বর কিট বিতরণের মাধ্যমে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে ক্যাম্পাস জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। রাত ঘনাতেই আকাশ আলোকিত হয়ে ওঠে রঙিন আতশবাজির ঝলকানিতে, যা ‘এস. জেড. এম. সি. ডে ২০২৫’-এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করে।

পরদিন ৫ নভেম্বর সকালে স্পট রেজিস্ট্রেশন ও কিট বিতরণের পর জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অ্যাকাডেমিক ভবন প্রাঙ্গণে। উদ্বোধন ঘোষণা করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ এবং সদস্য সচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এরপর ক্যাম্পাসজুড়ে বের হয় বর্ণাঢ্য গ্র্যান্ড র‌্যালি, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একসঙ্গে হাঁটে ঐক্য ও গর্বের প্রতীক হয়ে। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় কেক ফেস্টিভ্যাল ও প্রাতরাশ, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্বাগত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। সঞ্চালনায় ছিলেন ডা. জাহিদুল ইসলাম ও ডা. রুনা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এছাড়া বক্তব্য দেন আয়োজক কমিটির উপদেষ্টা ব্রিগেডিয়ার মু. মহসীন, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ ও ডা. এম এ ওয়াহেদ। যুগ্ম আহ্বায়ক ও কোষাধ্যক্ষদের পক্ষ থেকে বক্তব্য দেন ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. মো. আনিসুর রহমান, ডা. মোজাম্মেল হোসেন, ডা. মো. সারোয়ার হোসেন, ডা. শরীফুল ইসলাম, ডা. মুহম্মদ জহুরুল হক এবং ডা. জহিরুল ইসলাম জহির।

এরপর গেট-টুগেদার, ব্যাচ বক্তব্য ও স্মৃতিচারণা পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান অতীতের সোনালি দিনগুলোয়। দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজে সবাই একত্রিত হন — শিক্ষকদের জন্য কনফারেন্স রুম ও গ্যালারি, প্রাক্তনদের জন্য বিশেষ ডাইনিং এবং শিক্ষার্থীদের জন্য কলেজ ডাইনিং হলে আয়োজন করা হয় সুস্বাদু ভোজের।

বিকেলে ট্রেজার হান্ট, আউটিং ও নানা মজার গেমস উপভোগ করেন অংশগ্রহণকারীরা। সন্ধ্যা গড়িয়ে শুরু হয় সাংস্কৃতিক উৎসব, যেখানে সঙ্গীত, নৃত্য ও সৃজনশীল পরিবেশনায় মেতে ওঠে শিক্ষার্থী ও প্রাক্তনরা।

রাতের শেষ ভাগে জমে ওঠে এক্সক্লুসিভ কালচারাল নাইট — মনোমুগ্ধকর গান, নাচ ও রকিং পারফরম্যান্সে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। নামাজ ও নৈশভোজ শেষে শুরু হয় হিপ-হপ ও রক মিউজিক নাইট, যা উৎসবের আবহকে পৌঁছে দেয় চরম উচ্ছ্বাসে।

দুই দিনের এই মিলনমেলা শেষ হয় আলিঙ্গন, হাসি ও স্মৃতিমাখা প্রতিশ্রুতিতে — “আবার দেখা হবে”র অঙ্গীকারে।

No comments