বগুড়ায় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সদর থানার মাটিডালী বিমান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পাকা রাস্তার পূর্ব পাশে আদি মহরম দইয়ের দোকানের সামনে থেকে মোঃ শাহাবুদ্দিন বাবু (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহাবুদ্দিন বাবু কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অন্তপুর ভেল্লীতর এলাকার বাসিন্দা, পিতা মোঃ জিয়ারুল। তার হেফাজত থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

No comments