শিরোনাম

বগুড়ায় মধ্যেরাতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে৷ 

তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা অভ্যন্তরীণ কোন ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন পুলিশ সুপার জেদান আল মুসা৷ পুলিশের শীর্ষ এ কর্মকর্তা জানান, মধ্যেরাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে কোন ক্ষতি হয়নি৷ এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। অভিযোগ সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে সবরকমের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে বলে জানান জেদান আল মুসা৷ 

No comments