শিরোনাম

ফেসবুকে পদত্যাগ, পরদিনই বহিষ্কার: ছাত্রশক্তির মুমু ‘শৃঙ্খলাভঙ্গের’ ফাঁদে, বগুড়ায় উঠেছে সমালোচনার ঝড়

ফয়সাল হোসাইন সনি, বগুড়া

বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির রাজনীতিতে ফের চাঞ্চল্য। মাত্র ২৪ ঘণ্টা আগেই ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বগুড়া জেলা ছাত্রশক্তির মুখপাত্র ঐশী জামান মুমু। এরপরই তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার (সদস্যপদ স্থগিত) করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন মুমু। এতে ছাত্রশক্তির অভ্যন্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এর ঠিক এক দিন পর — শনিবার (১৫ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার মুখ্য সংগঠক মোস্তফা রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়: “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঐশী জামান মুমুর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো এবং তার সদস্যপদ আপাতত স্থগিত রাখা হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিলে ‘সাংগঠনিক নিয়ম অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

এদিকে পদত্যাগ করা নেত্রী ঐশী জামান মুমু বলেন —“আমি পদত্যাগপত্র জমা দিতে গিয়েছিলাম। তারা নানা অজুহাতে পদত্যাগপত্র গ্রহণ করেনি। কিছু বিষয় ঠিক করতে বলেছিল, আমি সেটি করেই দ্রুত জমা দেব।”

জেলা কমিটির আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুইন বলেন —“তিনি ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কিন্তু লিখিত পদত্যাগপত্র জমা দেননি। যে কাগজ জমা দিতে এসেছিলেন সেটি সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য ছিল না।

ঘটনার জেরে ছাত্রশক্তির ভেতরেও শুরু হয়েছে বিরূপ প্রতিক্রিয়া ও নানা বিশ্লেষণ। একদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পদ ছাড়েন মুমু, তার ঠিক পরদিনই সংগঠনের সিদ্ধান্ত — যা নিয়ে উঠছে প্রশ্ন।

ঘটনার পর দলীয় মহলসহ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন— বগুড়ার ছাত্রশক্তির অভ্যন্তরীণ টানাপোড়েন এখন আরও প্রকাশ্যে চলে এলো।

পরবর্তী সিদ্ধান্ত কী হয় — এখন সেদিকেই তাকিয়ে সংগঠনের ভেতর-বাহিরের সকলে।

No comments