শিরোনাম

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাবতলীতে বিশেষ মোনাজাত

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

সাবেক ভিপি ও বগুড়া জেলা মহিলা দলের সাবেক সহ-সম্পাদক নিহার সুলতানা তিথির উদ্যোগে গাবতলীর মহিষাবান হযরত ফাতেমা (রাঃ) মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় নারীদের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় নিহার সুলতানা তিথি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তাঁর সুস্থতা কামনা করে আমরা আজ এই দোয়ার আয়োজন করেছি।”

অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

No comments