শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার ১৩ নম্বর ওয়ার্ডের বনানী বিশ্বরোড এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিসের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আজ বুধবার ৫ নভেম্বর সকালে পথচারীরা রাস্তার পাশের ফাঁকা স্থানে লাশটি পড়ে থাকতে দেখে। পড়ে স্থানীয়রা শাজাহানপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান,“নিহতের পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনে আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পথচারী ও বাসিন্দারা বলছেন, দিনের শুরুতে এমন লাশ পড়ে থাকতে দেখা অত্যন্ত আতঙ্কজনক।
পুলিশ ঘটনা তদন্ত করছে এবং দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে।
No comments