শিরোনাম

সখীপুরে ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

 

 


সখিপুর প্রতিনিধিঃ

মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫ হাজার কৃষক এই সরকারি সহায়তা পেয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।

কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আব্দুল্লাহ আল রনী বলেন, “সরকার কৃষকদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করছে। কৃষি নির্ভর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় কৃষকদের পাশে থাকব।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুম ২০২৫–২৬ এ সরিষা, গম, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষকদের মধ্যে বীজ ও সার পেয়ে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা বলেন,

“বর্তমানে সার ও বীজের দাম অনেক বেড়ে গেছে। সরকারের এই সহায়তা আমাদের চাষাবাদে নতুন উদ্যম এনে দিয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারের এই কর্মসূচি প্রান্তিক কৃষকদের আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয়ভাবে কৃষি উৎপাদন আরও বাড়াবে।

সার্বিকভাবে, সখীপুরের এই বীজ ও সার বিতরণ কর্মসূচি উপজেলার কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

No comments