এন্টিভেনমের অভাবে সাপের কামড়ে প্রাণ গেল কলেজ ছাত্র শুভ দাসের।
মোঃ সজল মন্ডল ফরিদপুর।
চিকিৎসার ঘাটতিতে মর্মান্তিক পরিণতি। এন্টিভেনম না পাওয়ায় সাপের কামড়ে প্রাণ হারাল ভাঙ্গার কলেজ ছাত্র শুভ দাস (১৭)। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শুভ দাস ফরিদপুর জেলার, ভাঙ্গা উপজেলার, নাসিরাবাদ ইউনিয়নের আবদুলাবাদ গ্রামের জয়ন্ত দাসের পুত্র এবং পাশ্ববর্তী সদরপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আবদুলাবাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিষধর সাপ শুভকে দংশন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে এন্টিভেনম ইনজেকশন না থাকায় শুভকে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, সাপে কাটা রোগীকে দ্রুত পরীক্ষা করে এন্টিভেনম প্রয়োগ করা প্রয়োজন। কিন্তু শুভ দাসকে চিকিৎসা দিতে বিলম্ব হয় এবং এন্টিভেনম প্রয়োগের সময়ও দেরি হয়। ফলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মমিনুর রহমান বলেন, সরবরাহ না থাকায় আমরা এন্টিভেনাম দিতে পারিনি।
অন্যদিকে এলাকাবাসীর দাবি সরকারি হাসপাতালগুলোতে নিয়মিতভাবে এন্টিভেনম সরবরাহ না থাকায় প্রতি বছর এমন প্রাণহানি ঘটছে, যা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

No comments