হিজলায় কুরআনী-নুর ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন
হিজলা উপজেলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার মৌলভীর হাট এলাকায় কুরআনী-নুর ব্লাড ব্যাংকের উদ্যোগে বুধবার (২৯ অক্টোবর) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাগরিবের নামাজের পর শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এ মানবিক কার্যক্রমে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও তরুণ সমাজের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শতাধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়। সার্বিক সহযোগিতা করেন ভীষণ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, খুন্না বাজার, হিজলা, বরিশাল।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জনাব ইলিয়াস সিকদার বলেন,মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও সেবার মানসিকতা বৃদ্ধি করে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় এ ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখব।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। কুরআনী-নুর ব্লাড ব্যাংকের উদ্যোগ সমাজে সচেতনতা ও সেবার দৃষ্টান্ত স্থাপন করেছে।
হিজলা উপজেলা আওতাধীন ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহজাহান তালুকদার বলেন,কুরআনী-নুর ব্লাড ব্যাংকের এই উদ্যোগে অংশ নিতে পেরে আমি আনন্দিত। তরুণ প্রজন্ম যদি এভাবে মানবতার সেবায় এগিয়ে আসে, তাহলে সমাজ আরও সুন্দর হবে।
৩নং গুয়াবাড়ীয়া ইউনিয়নের আওতাধীন ৭ নং কালিকাপুর ওয়ার্ডের মেম্বার রাকিব সিকদার বলেন,নিজ এলাকার তরুণরা এমন উদ্যোগ নিয়েছে এটা সত্যিই গর্বের বিষয়। এই ধারাবাহিকতা বজায় থাকলে হিজলায় আর রক্তের সংকট থাকবে না।
কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালাহউদ্দিন খান বলেন,রক্তদান শুধু মানবসেবা নয়, এটি নৈতিক ও ধর্মীয় দায়িত্বও বটে। এমন উদ্যোগ তরুণদের মানবিকতায় অনুপ্রাণিত করবে।
ভীষণ কেয়ার হাসপাতালের ম্যানেজার জসীমউদ্দীন বলেন,মানবতার সেবায় আমরা সবসময় পাশে আছি। কুরআনী-নুর ব্লাড ব্যাংকের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
কুরআনী-নুর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ আহমাদুল্লাহ সাহেব অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন,এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক চেতনা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।
কুরআনী-নুর ফাউন্ডেশনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ সকলেই উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কুরআনী-নুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সানাউল্লাহ আস সুদাইস বলেন,আমাদের লক্ষ্য হিজলাকে রক্তে স্বয়ংসম্পূর্ণ উপজেলায় পরিণত করা। ইনশাআল্লাহ, এ সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

No comments