শিরোনাম

শিবচরে জমি অধিগ্রহণের জটিলতায় থমকে গেলো শতকোটি টাকার সেতু নির্মাণ

 




স্টাফ রিপোর্টার

মাদারীপুরের শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়নের হাজির মোড়ে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিতব্য কলাতলী সেতুর কাজ জমি অধিগ্রহণের জটিলতায় বন্ধ হয়ে গেছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ৬৭০ মিটার দীর্ঘ এই সেতুটি ২০২৬ সালের সেপ্টেম্বরে উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর জন্য অধিগৃহীত জমির মালিকরা এখনো ক্ষতিপূরণের টাকা পাননি। দীর্ঘদিন ধরে প্রশাসনের দফতরে ঘুরেও সমাধান না পেয়ে তারা ক্ষোভে নির্মাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

সেতুটি সম্পন্ন হলে গোপালগঞ্জসহ আশেপাশের কয়েকটি জেলার সঙ্গে যোগাযোগের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে আসত। এতে স্থানীয় গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসার কথা ছিল। বর্তমানে প্রতিদিন হাজারো মানুষ খেয়া নৌকায় নদী পার হয়, বিশেষ করে বর্ষাকালে স্রোত ও বৃষ্টিতে তাদের ভোগান্তি চরমে ওঠে।

নদীর তীরে খেয়া ঘাটের এক মাঝি বলেন,

“প্রতিদিন অনেক যাত্রী পার করি। বর্ষায় নদী উত্তাল থাকলে মানুষ খুব কষ্ট পায়। সবাই সেতুর অপেক্ষায় ছিল, এখন কাজ বন্ধ শুনে মনটা খারাপ হয়ে গেছে।”

অন্যদিকে, এক জমিদাতা জানান,

“সরকারের উন্নয়ন কাজে সহায়তা করতে আমরা জমি দিয়েছিলাম। কিন্তু এতদিনেও কোনো টাকা পাইনি। একাধিকবার দপ্তরে গিয়েও কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়ে কাজ বন্ধ করেছি।”

শিবচর উপজেলা প্রকৌশলী এ এম রেজাউল করিম বলেন,

“এখন পর্যন্ত ব্রিজের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ভূমি অধিগ্রহণের অর্থ ছাড় না হওয়ায় কাজ বন্ধ রয়েছে। জেলা প্রশাসন থেকে অর্থ ছাড় হলেই কাজ আবার শুরু হবে।”

নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য দিতে রাজি হননি।

স্থানীয়দের মতে, ব্রিজটি চালু হলে পুরো অঞ্চলের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি, ব্যবসা ও শিক্ষায় নতুন গতি আসবে। কিন্তু ক্ষতিপূরণের টাকা আটকে থাকায় প্রকল্পটি এখন কার্যত স্থবির অবস্থায় পড়ে আছে।

No comments