মহেশখালী যুবদলে কমিটি বাণিজ্য বিতর্কে তোলপাড়!
কক্সবাজার প্রতিনিধিঃ
প্রয়াত নেতা রিয়াদ মোহাম্মদ আরাফাতের মৃত্যুকে ঘিরে উত্তাপ রাজনৈতিক অঙ্গনে! মহেশখালী উপজেলা যুবদলের প্রয়াত নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ মোহাম্মদ আরাফাতের মৃত্যুর পর কমিটি বাণিজ্যকে ঘিরে কক্সবাজার জেলায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে যুবদল অঙ্গনে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
ফারুক ইকবালের অভিযোগ সাবেক বিএনপি নেতা ফারুক ইকবাল তার ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, মহেশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর সভাপতি পদ পেতে রিয়াদ জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিনের কাছে ১৫ লাখ টাকা প্রদান করেছিলেন। তার দাবি, আতা উল্লাহ বোখারীর মাধ্যমে এই অর্থ লেনদেন হয়।
ফারুকের ভাষ্য অনুযায়ী, রিয়াদকে সভাপতি পদে মনোনয়নের আশ্বাস দেওয়া হলেও কেন্দ্রীয় যুবদল নেতৃত্ব জেলা কমিটির সুপারিশ শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রিয়াদ, এবং ঢাকার এক হোটেলে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, রিয়াদের মৃত্যু স্বাভাবিক নয়। তার পরিবারের প্রতি ন্যায্যতার স্বার্থে নেওয়া টাকাগুলো দ্রুত ফেরত দেওয়া উচিত।”
জেলা যুবদল সভাপতির পাল্টা বক্তব্য অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল।
রবিবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি ফারুক ইকবালের অভিযোগকে ‘অসত্য ও জঘন্য মিথ্যাচার’ বলে দাবি করেন।
উজ্জ্বল লিখেছেন,আতা উল্লাহ বোখারীর মাধ্যমে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রিয়াদ জীবিত অবস্থায়ও আমাকে কখনো বলেনি, সে কারও মাধ্যমে টাকা দিয়েছে।”
তিনি আরও জানান,গত বৃহস্পতিবার রিয়াদ আমাদের সঙ্গে ঢাকায় দেখা করেছে — এই কথাটিও মিথ্যা। আমি বুধবার কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ভাইয়ের সঙ্গে দেখা করে রাতেই কক্সবাজার ফিরে আসি। সাধারণ সম্পাদক জিসান ঢাকায় ব্যক্তিগত কাজে ছিলেন, রিয়াদের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান
উজ্জ্বল আরও দাবি করেন, ফারুক ইকবাল নিয়মিতভাবে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে থাকেন, যা তার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলে।
রাজনৈতিক মহলে তীব্র আলোচনা রিয়াদের মৃত্যু ও ফারুক ইকবালের অভিযোগ-পাল্টা অভিযোগে মহেশখালীর রাজনৈতিক অঙ্গনে চলছে উত্তাপ।
দলীয় নেতাকর্মীরা বলছেন, কমিটি গঠন ও অর্থ লেনদেনের অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন, যাতে মরহুম রিয়াদের পরিবারের প্রতি কোনো অন্যায় না হয় এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।

No comments