বগুড়ায় ৪,৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সাতমাথা সুত্রাপুরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা। বিকেল গড়িয়েছে মাত্র। ঠিক এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নামে সদর থানা পুলিশের বিশেষ অভিযান। মুহূর্তেই জমে ওঠে টান টান উত্তেজনা—অবশেষে ধরা পড়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেটের চালান!
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে বগুড়া সদর থানার সুত্রাপুর গোহাইল রোডের মেশিনপট্টি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪,৫০০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ নুরুন নবী (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নুরুন নবী সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী পশ্চিমপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
সদর থানা সূত্রে জানা যায়, সাব ইন্সপেক্টর (এসআই) নূরুজ্জামান চৌধুরী ও তার নেতৃত্বাধীন টিম এদিন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিলেন। হঠাৎ গোপন সূত্রে খবর আসে—এক যুবক বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে এ জে আর কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থান করছে, ক্রেতার অপেক্ষায়!
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তার হাতে থাকা খাকি রঙের একটি কার্টন তল্লাশি করে ৪,৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ১,২১৫ গ্রাম।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই নূরুজ্জামান চৌধুরী জানান, “ গ্রেফতার হওয়া আসামী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজের হেফাজতে রাখে। এটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।”
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সদর থানায় জিডি নং- ৮৪৭ ও এমসিসি নং- ৩৫১৩, তারিখ- ১১/১০/২০২৫ মূলে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিস্তার বেড়েছে আশঙ্কাজনকভাবে। মাদক ব্যবসায়ীরা নতুন নতুন কৌশলে এটি ছড়িয়ে দিচ্ছে তরুণদের মাঝে। পুলিশের এই অভিযান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা এ অভিযানকে ‘মাদকবিরোধী বড় সাফল্য’ হিসেবে দেখছেন।

No comments