লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
লালমনিরাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে (রবিবার রাত ১টার দিকে) সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম সুশীলা কর্মকার (৫০)।ওই এলাকার ভেললো কর্মকারের স্ত্রী। পারিবারিক কলহের জেরে সুশীলার ছেলে নিমাই কর্মকার ধারালো ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে নিমাইয়ের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত নিমাই শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে মা সুশীলা কর্মকার এগিয়ে গেলে, উত্তেজিত নিমাই আরও ক্ষিপ্ত হয়ে মায়ের শরীরে ছুরিকাঘাত করেন।
গুরুতর অবস্থায় স্থানীয়রা সুশীলা কর্মকারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে নিমাই কর্মকারকে আটক করে।

No comments