বগুড়ার শিবগঞ্জে হ্যান্ডকাপসহ আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেল এলাকাবাসী
স্টাফ রিপোর্টার,
বগুড়াঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে হ্যান্ডকাপসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসীর বিরুদ্ধে।
আজ (০৪-১০-২৫) শনিবার রাত্রি আনুমানিক ০৮টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মামুন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে জুলাই বিপ্লব মামলার এজাহারভুক্ত আসামী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে আসার চেষ্টা করে।
এসময় স্থানীয় এলাকাবাসী রাজুকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের সাথে তাদের হাতাহাতি হয়। তারপর থেকেই রাজু এখনো পলাতক রয়েছে।
এব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, রাত ৮টার দিকে পুলিশের নিকট থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোন পুলিশ আহত হয়নি। পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

No comments