চ্যানেল টেন ডেস্কঃ
রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ঘটে এই রক্তগরম পরিস্থিতি। এতে ইউসুফ নামে এক কর্মী আহত হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও জেলা সমন্বয় সভা চলছিল। একই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানা শাখার কর্মীরা অবস্থান করছিলেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। চেয়ার-টেবিল ছোড়াছুড়ির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
খোঁজ নিয়ে জানা যায়, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনে যুক্ত হন। বিষয়টি জানতে পেরে ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামের এক নেতা বিষয়টি দেখভালের দায়িত্ব দেন মোহাম্মদপুর থানার রিয়ান নামের এক নেতাকে।
অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন। পরে বংশালের নেতারা কৌশলে পালিয়ে আসেন। এরপর থেকে তারা বারবার রিয়ানের কাছে টাকা ফেরত চাইলে কোনো সাড়া পাননি।
সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের সঙ্গে দেখা হলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এসময় ইউসুফ নামে এক কর্মী আহত হন। পরে উপস্থিত নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
দলের ভেতরে ক্রমবর্ধমান আর্থিক বিরোধ এখন নতুন করে প্রশ্ন তুলেছে—রাজনৈতিক সংগঠনগুলোর শৃঙ্খলা ও জবাবদিহিতা কোথায় হারিয়ে যাচ্ছে?
No comments