সিরাজগঞ্জে শ্রমিক লীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ইউসুফ আলী এখন হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে যোগ দিয়ে ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দল পরিবর্তনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ইউসুফ আলী প্রায় ১৫ বছর ধরে হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তবে গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি জামায়াতের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হন এবং সম্প্রতি জামায়াতে যোগ দেন।
এ বিষয়ে ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলাম, এখন আমি জামায়াতে যুক্ত হয়েছি।”
তিনি আরও বলেন, “দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় এখনো পদত্যাগপত্র জমা দিতে পারিনি, তবে শিগগিরই দেব।”
হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাকিবুল ইসলাম সিরাজী বলেন, “ইউসুফ আলী শ্রমিক লীগে ছিলেন কি না, তা নিশ্চিত নই। বিষয়টি আমার সহকারী সেক্রেটারি ভালো জানেন।”
সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম জানান, “ইউসুফ আলী আগে থেকেই জামায়াত করতেন। বর্তমানে তাকে ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”
রাজনৈতিকভাবে সক্রিয় ইউসুফ আলীর শ্রমিক লীগ থেকে জামায়াতে যোগদানের ঘটনাকে স্থানীয়রা একটি তাৎপর্যপূর্ণ রূপান্তর হিসেবে দেখছেন।

No comments