হোটেলে রাতভর প্রেমিকের নির্যাতনে কিশোরীর মৃত্যু, আটক দুই
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে রাতভর ধর্ষণের শিকার হয়ে এক কিশোরীর (১৭) মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
আটকরা হলেন— মমিনুল ইসলাম মোহন (২২) ও আতিকুর রহমান (২৩)। মমিনুল রাজশাহীর বাগমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে এবং আতিকুর পাবনার চাটমোহর উপজেলার নিমাইচূড়া গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই যুবক গাইবান্ধার ওই কিশোরীকে নিয়ে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ‘আব্দুল মান্নান প্লাজা’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে প্রেমিক মমিনুল রাতভর কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে কিশোরীর প্রচুর রক্তক্ষরণ হয়।
পরিস্থিতি গুরুতর হলে তারা কিশোরীকে একটি স্থানীয় ওষুধের দোকানে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তারা একটি অটোরিকশায় করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
পরে তারা একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার পথে রওনা দেয়। কিন্তু পথেই শুক্রবার ভোরে কিশোরী মারা যায়। এরপর অ্যাম্বুলেন্সচালক কৌশলে গাড়িটি ঘুরিয়ে মির্জাপুর থানায় নিয়ে যান। খবর পেয়ে পুলিশ দুই যুবককে আটক করে এবং কালিয়াকৈর থানা-পুলিশকে অবহিত করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, “শুক্রবার বিকেলে কিশোরীর মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুই যুবককে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে প্রেমের সম্পর্কের সূত্র ধরে কিশোরীকে হোটেলে নিয়ে যাওয়া ও যৌন নির্যাতনের বিষয়টি জানা গেছে। মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি।”

No comments