শিরোনাম

শাহজাহানপুরে “নবকৃষি” প্রজেক্টের প্রথম সেশন সফলভাবে সম্পন্ন



বগুড়া প্রতিনিধিঃ

শাহজাহানপুর উপজেলার আড়িয়াবাজার রহিমাবাদ উচ্চবিদ্যালয়ে “নবকৃষি” প্রজেক্টের প্রথম সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, বগুড়া জেলা টিম-এর অধীনে এবং Lead Bangladesh Project-এর উদ্যোগে আয়োজিত এই সেশনটি শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা জান্নাতুল ফেরদৌস ঊর্মি, সহকারী কমিশনার (ভূমি), শাহজাহানপুর।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোসাদ্দেক হোসেন শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা; কৃষিবিদ আফতাব উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা; মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা, স্বপ্ন পূরণ পাঠশালা; এবং আমজাদ হোসেন, সভাপতি, শাহ নগর নাচারী মালিক সমিতি।

অনুষ্ঠানে Volunteer For Bangladesh, বগুড়া জেলা টিম-এর ভাইস প্রেসিডেন্ট রোমান ইসলাম, প্রজেক্ট লিডার মাইসা আফরোজ ও শ্যাম জয়সোয়াল উপস্থিত ছিলেন। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪০ জন কৃষক ও খামারি সেশনে অংশগ্রহণ করেন।

সেশনে উন্নতমানের চারা রোপণের কৌশল, কৃষিপণ্যকে বাজার উপযোগী করার পদ্ধতি, জৈব সারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধির উপায় এবং কৃষির আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

“নবকৃষি প্রজেক্টের মাধ্যমে তরুণ প্রজন্ম কৃষিতে নতুন দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।”

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, “নবকৃষি” প্রজেক্টের মূল লক্ষ্য হলো— আধুনিক কৃষি প্রযুক্তির জ্ঞান কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তরুণদের কৃষি খাতে সম্পৃক্ত করা।

Lead Bangladesh Project-এর পক্ষ থেকে সকল ভলেন্টিয়ারদের নিরলস পরিশ্রম ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।




No comments