গলাচিপায় ভূমিহীনদের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবাংলা এলাকায় ভূমিহীনদের সরকার কর্তৃক বরাদ্দকৃত জমি ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করছে—এ অভিযোগে ভুক্তভোগীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে গত ২৮ অক্টোবর, মঙ্গলবার রাত ৮টায় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেরাজ খান। এ সময় সমিতির সদস্য শাহাবুদ্দিন তালুকদার, ফারুক মীর, মজিবুর হাওলাদার, নাসির হাওলাদার ও জালাল তালুকদার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তারা জানান, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই সমিতির মাধ্যমে ৯৬৮ জন অসহায় ভূমিহীন কৃষক প্রায় তিন দশক ধরে সংগঠিতভাবে কৃষিকাজ ও মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। সরকারি নীতিমালা অনুযায়ী এসব কৃষি খাস জমি তাদের প্রাপ্য হলেও সম্প্রতি স্থানীয় কিছু ভূমিদস্যু—আনোয়ার হাওলাদার, জসিম প্যাদা, খলিল হাওলাদার, আবদুর রব ও হাসান সিকদারসহ চরবিশ্বাস ইউনিয়নের বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ এবং একটি কুচক্রী মহল তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, গত ২৬ অক্টোবর উল্লিখিত ব্যক্তিরা নিজেদের সমিতির সদস্য পরিচয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে প্রকৃত সদস্যদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন। কিন্তু তারা সমিতির সদস্য নন—বরং স্থানীয় ভূমিদস্যু।
সমিতির নেতৃবৃন্দ জানান, তারা গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ১৪৩২–৩৩ বাংলা সাল পর্যন্ত ১৭৫ জন সদস্যের নামে একসনা ডিসিআর নিয়ে দীর্ঘদিন ধরে এসব জমিতে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
এ বিষয়ে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এই খাস জমির বিষয়টি সম্পর্কে তারা কিছু জানেন না এবং এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের নাম ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেও তারা দাবি করেন

No comments