শিরোনাম

মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় ‘কব্জি কাটা’ গ্রুপপ্রধানের ভাই দেলোয়ার আটক




চ্যানেল টেনঃ

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোর অপরাধচক্র ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ছোট ভাই দেলোয়ার বয়াতিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন কাঁচাবাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করলে বাজারের লোকজন দেলোয়ারকে ধরে ফেলে। পরে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহযোগিতায় দেলোয়ারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

বাজারের নিরাপত্তা ইনচার্জ আব্দুর রশিদ বলেন, “গত কয়েকদিন ধরে বাজারের কয়েকটি দোকানদারকে ফোনে চাঁদা দিতে হুমকি দেওয়া হচ্ছিল। আজ বিকেলে দেলোয়ারসহ কয়েকজন অস্ত্রধারী আবার বাজারে এসে ব্যবসায়ীদের ভয় দেখাতে শুরু করে। তখন আমরা চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে আটক করে পুলিশে দেয়।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর কিছুদিন ‘কব্জি কাটা গ্রুপ’-এর কার্যক্রম স্তব্ধ থাকলেও তার ভাই দেলোয়ার ও বোন মাসুমা পুনরায় এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। তারা চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির মাধ্যমে সংগঠনের অর্থ সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, জেলে থাকা আনোয়ারের জামিন নিশ্চিত করতে এই অর্থই ব্যবহার করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আনোয়ারের নামে আদাবর ও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।

No comments