কচাকাটা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেল পাঁচটি দোকান
নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি দোকান। শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মাঝহাটির সামনে ব্যবসায়ী প্রো. মো. হাসেন আলীর (মহাজন) ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের তিনটি কীটনাশকের দোকানসহ প্রো. মো. আমিনুর রহমান (মাস্টার)-এর দোকানে। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বাজারের অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি দোকান পুড়েছে পাঁচটি ক্ষতি হয়েছে প্রায় ২০ জনের অধিক আগুনে প্রায় ৫০ লাখ টাকার বেশি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের দোকানে রাখা পণ্য ও বকেয়া খাতার নথিপত্র সম্পূর্ণভাবে আগুনে পুরে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছে।

No comments