শিরোনাম

শিবগঞ্জে জুলাই যোদ্ধা শহীদ রনির মাকে নতুন বাড়ি উপহার!

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই যোদ্ধা শহীদ রনির মা সাহেনা বেওয়াকে নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে এই মানবিক উদ্যোগের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধান করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি সম্ভাব্য মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি নিজ হাতে রনির মায়ের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

চোখ ভরা অশ্রু ও কৃতজ্ঞতার কণ্ঠে রনির মা সাহেনা বেওয়া বলেন, “আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে আবার একটা পরিবার পেয়েছি। মীর শাহে আলম সাহেব আমার ছেলের মতোই।” এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্য দোয়া করেন।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments