শিরোনাম

পুরান ঢাকার বংশালে শিক্ষার্থী হত্যার অভিযোগ, পলাতক প্রেমিকার পরিবার

 





স্টাফ রিপোর্টাঃ

পুরান ঢাকার বংশাল এলাকায় এক তরুণ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আগামাসি লেনের একটি ভবনের চারতলার সিঁড়ি থেকে সজিব (১৯) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় জিআই তার পেঁচানো অবস্থায় ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সজিবের পরিচয় জানা না গেলেও পরে তার মোবাইল ফোনের মাধ্যমে শনাক্ত করা হয়। তিনি স্থানীয় আহমেদ বাউনিয়া স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রতি এইচএসসি পরীক্ষা শেষ করেছেন।

এসআই দুলাল বলেন, “ঘটনাস্থলটি একটি চারতলা ভবনের সিঁড়ি। সেখানে কেবল এক পরিবার বসবাস করত, বাকিটা গোডাউন হিসেবে ব্যবহৃত হত। ঘটনাস্থলের ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজিব শুক্রবার দোহার থেকে তাবলিগ শেষে বাড়ি ফেরেন। শনিবার বিকেলে একটি ফোন কল পেয়ে তিনি বাসা থেকে বের হন। কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যরা খবর পান যে, কাছাকাছি একটি ভবনের সিঁড়িতে তার মরদেহ পাওয়া গেছে।

পরিবারের অভিযোগ, সজিবের দীর্ঘদিনের প্রেমিকার পরিবারের সদস্যরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। সম্পর্কটি মেয়ের পরিবার মেনে না নেওয়ায় এর আগেও তাদের মধ্যে উত্তেজনা ছিল। ঘটনার পর থেকে মেয়েটি ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



No comments