শিরোনাম

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে অরাজকতার প্রতিবাদে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান




 কিশোরগঞ্জ প্রতিনিধি 

ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলনরত অবস্থায় যাত্রীবাহী ট্রেন আটকানো ও পাথর নিক্ষেপের মাধ্যমে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১,৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন অখণ্ড কিশোরগঞ্জ জেলা আন্দোলনের নেতৃবৃন্দ।

তারা দাবি করেন, সাম্প্রতিক ভৈরবের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে “অখণ্ড কিশোরগঞ্জ” নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন —

মোঃ জগলুল হাসান চয়ন, মুখপাত্র, অখণ্ড কিশোরগঞ্জ জেলা আন্দোলন;ইকরাম হোসেন, সাবেক আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ জেলা শাখা;মামুন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন;

ফয়সাল প্রিন্স, সাবেক সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন;আশরাফুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক, হয়বত নগর বয়েজ ক্লাব;মোদাচ্ছির তুসি, যুগ্ম আহ্বায়ক, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদল;এছাড়া উপস্থিত ছিলেন হাসিবুল হোসেন, পায়েল, সোহান, ইমনসহ আরও অনেকে।

আন্দোলনের নেতৃবৃন্দ জানান, ভৈরবের কিছু ব্যক্তি ও গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে অরাজকতা সৃষ্টি করছে, যা কিশোরগঞ্জবাসীর ঐক্য ও ঐতিহ্যের পরিপন্থী। তারা অখণ্ড কিশোরগঞ্জ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান কামনা

No comments