শিরোনাম

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ছানোয়ার হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত



শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ছানোয়ার হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, “মোঃ ছানোয়ার হোসেন দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মীদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও আদর্শ ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেনের হাতে স্মারক উপহার তুলে দিয়ে তাঁর সুস্থ, শান্তিময় অবসর জীবন কামনা করা হয়।




No comments