শিরোনাম

৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ

 



 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার  দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রাম হয়ে নবীনগরগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

মো. খাইরুল মিয়া ওরফে কালু (৩২) — পিতা: মৃত বাবুল মিয়া, গ্রাম: শিবপুর, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

মো. শাহিন মিয়া (২২) — পিতা: আহাদ মিয়া, গ্রাম: সেমন্তঘর, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছে থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



No comments