শিরোনাম





স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গায় ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নলডাঙ্গা পৌর বাজার এলাকায় জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ রাকিবুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসাইন, মোঃ নাহিদুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।

অভিযানে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হয়ঃ

সেলিম বীজ ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণের দায়ে ৫,০০০ টাকা জরিমানা,

আরপি ভ্যারাইটি স্টোরকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখার অপরাধে ১০,০০০ টাকা জরিমানা,

সোনাপাতিল বাজারের রবিউল বীজ ভান্ডারকে স্থানীয় জাতের ধান ‘সুবর্ণ লতা’ নামে নিম্নমানের বীজ প্রতারণামূলকভাবে প্যাকেটজাত ও মানসম্মত ট্যাগ লাগিয়ে বিক্রয়ের অভিযোগে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কৃষিপণ্যের গুণগতমান নিশ্চিত ও কৃষকদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।




No comments