বগুড়ার ধুনটে খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যে আ.লীগ নেতার, যুবদল নেতা প্রতিবাদ করায় পিটিয়ে জখম
আব্দুল মোমিন বগুড়াঃ
বগুড়ার ধুনট উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করায় যুবদল নেতা বিপুল হাসান (৩২) মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় তার ডান হাতের কব্জি ভেঙে গেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁন্দারপাড়া মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই সময় যুবদল নেতা সাইদুজ্জামান নোমান ও বিপুল হাসান একটি অটোভ্যানে করে ধুনট বাজারের দিকে যাচ্ছিলেন।
এসময় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম, রকিব উদ্দিন ওরফে রব্বানী এবং লিটন রানা পূর্বপরিকল্পিতভাবে তাদের পথরোধ করেন। কথোপকথনের এক পর্যায়ে তারা খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করলে বিপুল হাসান প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম লোহার রড দিয়ে বিপুলের হাতে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত বিপুল হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর আহত বিপুল হাসান বাদী হয়ে ধুনট থানায় রফিকুল ইসলামসহ তিনজনের নামে একটি মামলা দায়ের করেছেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ঘটনার বিষয়ে একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments