শিরোনাম

হাটকড়ই ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা! সাংবাদিকদের হেনস্তা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামের হাটকড়ই ডিগ্রি কলেজে অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও অবৈধ কমিটির অভিযোগে মানববন্ধনের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে কলেজ গেট সংলগ্ন এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, কলেজে চলমান অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন সালমান ফারসি (২২) ও তার সহযোদ্ধারা। ঠিক সেই সময় স্থানীয় টিপু সুলতান (৪০), হানিফ (৪৫), শামীম হোসেন (২৪), রুহুল আমিন (৫০)সহ অজ্ঞাতনামা ১০-১৫ জন ব্যক্তি হামলা চালান। হামলাকারীরা লাঠিসোটা ও রড নিয়ে হামলা করে ব্যানার ছিঁড়ে ফেলে, মাইক ভাঙচুর করে ও প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী সালমান ফারসি বলেন,“আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে টিপু সুলতান ও তার লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা সাংবাদিকদেরও ধাক্কা দেয় ও মারধরের হুমকি দেয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।”

এ ঘটনায় দুই প্রত্যক্ষদর্শী জনি (২০) ও সোহান (১৯) সহ স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন,“অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, হাটকড়ই ডিগ্রি কলেজে দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক অনিয়ম চলছে। কলেজ পরিচালনা কমিটিতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানা গেছে।

No comments